হোম > বিশ্ব > ইউরোপ

সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্নকারীদের নাগরিকত্ব কেড়ে নিতে চান পুতিন

যারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন করছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। সম্প্রতি এমনই আইন করতে একটি প্রেসিডেনশিয়াল সংশোধনীর প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে বলছে, এই সংশোধনীর প্রস্তাব মূলত আনা হয় রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায়। গত এপ্রিলে আনা সেই সংশোধনীতে প্রস্তাব করা হয়েছিল, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য জনসাধারণের মধ্য প্রচার করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের শাস্তি হিসেবে যারা রুশ নাগরিক তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হবে। বিলটির মূল নথিতে বলা হয়েছে, কোনো রুশ নাগরিক রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম, মাদক পাচার এবং নথি জালিয়াতি করলে সেই অপরাধে তাঁকে বা তাদের নাগরিকত্ব বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে আরও একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে। যার ফলে রুশ কোনো নাগরিক বিদেশি বা আন্তর্জাতিক বেসরকারি সংস্থার অধীনে কাজ করার সময় ‘রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রতিকূল’—বলে বিবেচিত এমন কোনো কাজ করলে তাও সেই ব্যক্তির নাগরিকত্ব বাতিলের জন্য যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে।

এ ছাড়া, ওই সংশোধনী প্রস্তাবে আরও বলা হয়েছে, রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার লক্ষ্যে যেকোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো, রাশিয়ার সামরিক বাহিনীকে অসম্মান করা, প্রকাশ্যে চরমপন্থার আহ্বান জানানো, সরকারি কর্মকর্তাদের জীবনকে হুমকির মুখে ফেলা এবং রাষ্ট্রীয় প্রতীক ও পতাকার অপব্যবহার করা হলেও তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। 

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে