হোম > বিশ্ব > ইউরোপ

স্পাইওয়্যারের বাজার শর্তাধীন রাখার পক্ষে জার্মান চ্যান্সেলর

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের উদ্ভাবিত স্পাইওয়্যার পেগাসাস বিতর্ক নিয়ে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। পেগাসাস স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতা হ্রাস করতে সাহায্য করছে কি–না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এ জাতীয় সফটওয়্যারের ক্ষেত্রে শর্তাধীন সীমাবদ্ধতা রাখতে হবে। এই সফটওয়্যারগুলো এমন দেশগুলোতে বিক্রি করা উচিত নয় যেখানে এ ধরনের হামলার বিষয়ে বিচারিক পর্যবেক্ষণের নিশ্চয়তা দেওয়া যায় না। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।   

এরই মধ্যে এ বিষয়ে অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার। স্পাইওয়্যারটি রপ্তানির নিয়ম আরও কঠোর করা উচিৎ কি না তা খতিয়ে দেখছে কমিটি।

যখন ফাঁস হওয়া তালিকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নাম আসল তখনই নড়ে চড়ে বসল ইসরায়েল। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্টের ফোন নম্বর এবং পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের এলিসি প্যালেসের এক কর্মকর্তা। 

এদিকে আগেই এনএসও ফরাসি প্রেসিডেন্টের বিষয়টি অস্বীকার করেছে। সংস্থাটি বলছে তাদের নজরদারির তালিকায় ফরাসি প্রেসিডেন্ট ছিল না। তাঁরা কেবল মাত্র তাদের ক্লায়েন্টদের বৈধ তদন্তের জন্য এই শক্তিশালী সরঞ্জাম ব্যবহার করে। যা সন্ত্রাস বা অপরাধ দমন করে।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো