হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীকে হত্যা, ১ জনের যাবজ্জীবন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী সাবিনা নেসা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা নেসাকে হত্যার ঘটনায় আলবেনীয় নাগরিক কোচি সেলমাজকে এই দণ্ড দিয়েছেন। একই সঙ্গে রায়ে নারীদের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে সরকারের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কারাগারে থাকা কোচি সেলমাজ লন্ডনের ওল্ড বেইলির আদালতে তাঁর দণ্ডাদেশের সময় সেখানে হাজির হতে অস্বীকার করেছিলেন। রায়ে বিচারক নাইজেল সুইনি বলেছেন, ‘সেলমাজ সাবিনার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্বর যৌন আক্রমণ চালিয়েছিলেন। সাবিনা নেসা “একটি ভয়ংকর হত্যাকাণ্ডের সম্পূর্ণ নির্দোষ শিকার”, যেখানে সম্পূর্ণরূপে আসামিই দোষী।’ 

বিচারক সুইনি আরও বলেন, বিচারকাজ চলার সময় কিংবা রায় ঘোষণার সময় সেলমাজের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। 

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাবিনা তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি পার্কে তাঁর মরদেহ পাওয়া যায়। 

সাবিনা নেসা হত্যা মামলার গোয়েন্দা কর্মকর্তা নিল জন সাজা ঘোষণার পর সেলমাজকে ‘শয়তান কাপুরুষ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই মামলাসহ নারীদের প্রতি সব ধরনের সহিংসতা মোকাবিলায় এবং যারা এ ধরনের অপরাধ করে তাঁদের বিচারের আওতায় আনার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।’ 

গত বছর ২৮ বছর বয়সী সাবিনা নেসাকে হত্যার জন্য কোচি সেলমাজকে ৩৬ বছর কারাগারে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই মামলার রায় বদলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট