হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন শান্তি সম্মেলনে যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান 

সুইজারল্যান্ডে শেষ হয়েছে ইউক্রেন শান্তি সম্মেলন। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়ে রাশিয়াকে সংলাপের পথে আসতে বলেছে, যাতে সব পক্ষের মধ্যে একটি সংলাপের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংকটের একটি দীর্ঘস্থায়ী সমাধান বের করা সম্ভব হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল রোববার শেষ হয় দুই দিনব্যাপী অনুষ্ঠিত ইউক্রেন শান্তি সম্মেলন। সম্মেলন শেষে জারি করা এক চূড়ান্ত বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো বন্দী সেনাদের বিনিময় এবং নির্বাসিত ইউক্রেনীয় শিশুদের রাশিয়া থেকে প্রত্যাবর্তনের আহ্বানকে সমর্থন করেছে। বিবৃতিতে বলে হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে, শান্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষের অংশগ্রহণে সংলাপ প্রয়োজন।’

সম্মেলনের শেষ দিনে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন যে, খুব শিগগিরই এই সম্মেলনে যেসব বিষয় আলোচিত হয়েছে, সেসব বিষয়ে ফলাফল অর্জিত হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সবার কাছে প্রমাণ করব যে, জাতিসংঘের সনদে পূর্ণ কার্যকারিতা পুনরুদ্ধার করা সম্ভব।’

রাশিয়া শান্তির জন্য প্রস্তুত নয় উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তবে রাশিয়া চাইলে কোনো কিছুর জন্য অপেক্ষা না করে আমাদের বৈধ অঞ্চলগুলো ছেড়ে দিয়ে আগামীকালও আমাদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে।’

তবে অংশগ্রহণকারী সৌদি আরব, ভারত, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ সম্মেলনে যে চূড়ান্ত সুপারিশ করে নথি প্রস্তুত করা হয়েছে তাতে সমর্থন দেয়নি। এই নথিতে ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনসহ সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার নীতিগুলোও পুনর্নিশ্চিত করা হয়েছে।’

উল্লেখ্য, সুইজারল্যান্ডে আয়োজিত এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইস রিসোর্ট বার্গেনস্টকে। ৯০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। মস্কোকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। রাশিয়া এই সম্মেলনকে অন্তঃসারশূন্য ও অহেতুক বলে উল্লেখ করেছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট