হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের আরও দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

ডেনমার্ক ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি দেশ দুটি রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় রাশিয়া এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুবল ইস্যুতে মস্কো ইতিমধ্যে পোল্যান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। গতকাল ডেনমার্কের এনার্জি কোম্পানি আরস্টেড ও ডাচ ট্রেড ফার্ম গ্যাস তেরা বলেছে, মঙ্গলবার (আজ) থেকেই সম্ভবত রাশিয়া গ্যাসের লাইনগুলো বন্ধ করে দেবে। কারণ আমরা রুবলে অর্থ পরিশোধ করতে রাজি হইনি।

আরস্টেড এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে রুবলে অর্থ পরিশোধে আমরা বাধ্য। অর্থ পরিশোধের সময়সীমা ৩১ মে (মঙ্গলবার) পর্যন্ত রয়েছে। আমরা ইউরোতে অর্থ পরিশোধ অব্যাহত রাখব।

আরস্টেড আরও বলেছে, গ্যাজপ্রম যদি গ্যাস সরবরাহ বন্ধ করে, তবে তারা চুক্তির লঙ্ঘন করবে। রাশিয়া যে এ ধরনের পদক্ষেপ নিতে পারে, সে ব্যাপারে তারা আগে থেকেই সতর্ক ছিল। তাই তারা জার্মানি থেকে বাড়তি গ্যাসের অভাব পূরণ করছে বলেও জানিয়েছে আরস্টেড।

অন্যদিকে গ্যাস তেরা বলেছে, গ্যাজপ্রম যদি মঙ্গলবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে, তবে চুক্তি অনুযায়ী অক্টোবর পর্যন্ত ২ বিলিয়ন ঘনমিটার গ্যাস আর পাওয়া যাবে না। গ্যাস তেরা বিকল্প উৎস থেকে  গ্যাস কিনে এই সংকট কাটানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে।

যেসব দেশ ইউরোর পরিবর্তে রুবলে অর্থ পরিশোধ করতে অস্বীকার করেছে, সেই সব দেশের উদ্দেশ্য গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘অবান্ধব দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে।’

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া