হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন আহত 

সুইডেনে কোরআন পোড়ানোর অভিযোগে ঘটনায় সৃষ্ট দাঙ্গায় পুলিশের গুলিতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার সুইডিশ শহর নরকপিংয়ে এই ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন সহিংসতার নিন্দা জানিয়েছেন। 

সুইডিশ পুলিশ এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে, ‘তিনজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতগুলো প্রাণঘাতী নয়। আহত এই তিনজনকে অপরাধ সংঘটনের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।’ 

পুলিশ আরও জানিয়েছে, রোববার সন্ধ্যায় নরকপিংয়ের পরিস্থিতি শান্ত ছিল। 

গত কয়েক দিন ধরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ বড় আকারের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহতও হয়েছেন এবং একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পলুডান  আয়োজিত একটি বিক্ষোভের পর সহিংসতা শুরু হয়। পলুডান  খ্রিষ্ট ধর্মের উৎসব ইস্টার সানডের সপ্তাহান্তে সুইডেন জুড়ে একাধিক বিক্ষোভের অনুমতি পেয়েছিলেন। তাঁর আয়োজিত বিক্ষোভে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পলুডান একজন ড্যানিশ-সুইডিশ রাজনীতিক।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট