হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন আহত 

সুইডেনে কোরআন পোড়ানোর অভিযোগে ঘটনায় সৃষ্ট দাঙ্গায় পুলিশের গুলিতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার সুইডিশ শহর নরকপিংয়ে এই ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন সহিংসতার নিন্দা জানিয়েছেন। 

সুইডিশ পুলিশ এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে, ‘তিনজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতগুলো প্রাণঘাতী নয়। আহত এই তিনজনকে অপরাধ সংঘটনের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।’ 

পুলিশ আরও জানিয়েছে, রোববার সন্ধ্যায় নরকপিংয়ের পরিস্থিতি শান্ত ছিল। 

গত কয়েক দিন ধরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ বড় আকারের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহতও হয়েছেন এবং একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পলুডান  আয়োজিত একটি বিক্ষোভের পর সহিংসতা শুরু হয়। পলুডান  খ্রিষ্ট ধর্মের উৎসব ইস্টার সানডের সপ্তাহান্তে সুইডেন জুড়ে একাধিক বিক্ষোভের অনুমতি পেয়েছিলেন। তাঁর আয়োজিত বিক্ষোভে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পলুডান একজন ড্যানিশ-সুইডিশ রাজনীতিক।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড