হোম > বিশ্ব > ইউরোপ

এবার দখল হলো ব্রিটেনের মিয়ানমার দূতাবাস

ব্রিটেনের মিয়ানমার দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে বের করে দিয়ে সেটি দখলে নিয়েছে জান্তা সমর্থিত ব্যক্তিরা। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিন বলেন, সেনাদের সঙ্গে সংযোগ রয়েছে এমন ব্যক্তিরা দূতাবাস দখলে নিয়েছে।  

গত ফেব্রুয়ারিতে সেনাদের হাতে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট  উইন মিন্ট গ্রেফতার হওয়ার পর একটি বিবৃতির মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন  কিয়াও জোয়ার মিন। এ নিয়ে গত মাসে তাঁকে ডেকে পাঠায় মিয়ানমারের সেনা সরকার।

কিয়াও জোয়ার মিনের ওই বিবৃতি দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবও টুইট করেছিলেন। বিবৃতিতে  কিয়াও জোয়ার মিন বলেছিলেন, কূটনীতি হলো বর্তমান অচলাবস্থার একমাত্র প্রতিক্রিয়া এবং জবাব।

এদিকে রাষ্ট্রদূতকে বের করে দেওয়ার ঘটনায় লন্ডনের অবস্থিত মিয়ানমারের দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনারা দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর থেকে এর বিরোধিতা করছে ব্রিটেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বন্দি করা হয় অং সান সু চিসহ তার দলের কয়েক হাজার কর্মী-সদস্য-সমর্থকদের। এরপর থেকে মিয়ানমার শুরু হওয়া সেনাবিরোধী আন্দোলনে ৪৬ শিশুসহ কমপক্ষে ৫৫০ জন নিহত হয়েছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা