হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য

রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে কয়েক শ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাজ্য সফর ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাতের পর এই খবর এল। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্টের সফর নিয়ে এক বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। বিবৃতিতে বলা হয়, শত শত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও কয়েক শ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী সুনাক। চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে ইউক্রেনকে আগামী মাসগুলোতে এসব সরবরাহ করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে গতকাল সোমবার যুক্তরাজ্য সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এক টুইটার পোস্টে জেলেনস্কি জানান, ‘সামনাসামনি আলোচনার জন্য ‘বন্ধু’ ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে আসা। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন যুক্তরাজ্যের এই নেতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’ 

এদিন লন্ডনের কাছে চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের সঙ্গে জেলেনস্কির প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। ইউক্রেনকে সহায়তা প্রদানে আশ্বস্ত করেন সুনাক। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে বাঁচাতে আমাদের সহায়তা অব্যাহত রাখব। ইউক্রেন যেন সফল হয় এবং পুতিন বর্বরতার জবাব পায় তা আমাদের সবার স্বার্থেই নিশ্চিত করতে হবে। 

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে বৃহত্তম সামরিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাজ্য দ্বিতীয়। আর সামরিক সহায়তা প্রদানে প্রথমেই অবস্থান যুক্তরাষ্ট্রের।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড