হোম > বিশ্ব > ইউরোপ

ইতালিতে জাতীয় নির্বাচনে ডানপন্থীদের জয়ের আভাস

ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল। 

ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন। 

উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড