হোম > বিশ্ব > ইউরোপ

ইতালিতে জাতীয় নির্বাচনে ডানপন্থীদের জয়ের আভাস

ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল। 

ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন। 

উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট