হোম > বিশ্ব > ইউরোপ

বিয়ে করতে যুবকের অভিনব বিলবোর্ড 

কেউ প্রেম করে বিয়ে করেন, কেউ আবার পারিবারিক পছন্দ অনুসারেই কাজটি সারেন। তবে এই পারিবারিক বিয়েকে একদমই পছন্দ করেন না যুক্তরাজ্যের ২৯ বছর বয়সী তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ মালিক। আর এ জন্য নিজের স্ত্রী খুঁজতে অভিনব বিলবোর্ড বানিয়েছেন তিনি। পাশাপাশি খুলেছেন ‘ফাইন্ডমালিকওয়াইফ ডট কম’ নামের একটি ওয়েবসাইটও।

যুক্তরাজ্যের বার্মিংহামের ম্যানচেস্টার শহরের বিভিন্ন জায়গায় বিলবোর্ড টাঙিয়েছেন মালিক। সেখানে লেখা হয়েছে, পারিবারিকভাবে বিয়ে থেকে আমাকে রক্ষা করুন।

মালিক জানান, তিনি পারিবারিকভাবে বিয়ের বিপক্ষে না হলেও নিজের মতো করে পাত্রী খুঁজতে চান।

বিয়ের পাত্রী খোঁজার জন্য চালু করা ওয়েবসাইটে মুহাম্মাদ মালিক লেখেন, ‘আমি এখনো পাত্রী খুঁজে পাইনি। এখানে এটা কঠিন। পাত্রী পেতে আমাকে বিলবোর্ড দিতে হয়েছে।’

এমন অভিনব বিলবোর্ডের কথা শুনে মনে প্রশ্ন জাগতে পারে, কেমন মেয়ে পছন্দ করেন মালিক? এ প্রসঙ্গে মালিক বলেন, ‘আমার আদর্শ সঙ্গী হবেন ২০ বছর বয়সী একজন মুসলিম নারী, যিনি তাঁর দ্বীনকে আরও উন্নত করার চেষ্টা করছেন। তিনি যেকোনো জাতিরই হতে পারেন, তবে পাঞ্জাবি পরিবারের হলে খুশি হব।’

গত শনিবার থেকে এই বিলবোর্ড টাঙানোর পর এখন পর্যন্ত বিয়ের জন্য শত শত মেসেজ পেয়েছেন বলে জানিয়েছেন মালিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, ‘আমি এখনো সব মেসেজ দেখিনি। আমার কিছু সময়ের প্রয়োজন।’

মালিক জানান, বিলবোর্ড টাঙানোর আগেও তিনি আরও বিভিন্নভাবে পাত্রী খোঁজার চেষ্টা করেছিলেন। বিবিসিকে মালিক বলেন, ‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত। সুতরাং পারিবারিকভাবে চাচি-ফুপুরাই বিয়ের বন্দোবস্ত করেন। তবে আমার জন্য সেটি কাজ করেনি।’ ২৯ বছর বয়সী তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ মালিক জানান, পাত্রী পেতে তিনি ড্যাটিং অ্যাপসেও চেষ্টা চালিয়েছেন, তবে এতেও তিনি মনের মতো পাত্রী খুঁজে পাননি। পরে এক বন্ধু তাঁকে পরামর্শ দেন নিজেকে নিয়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য।

বিবিসি জানিয়েছে, আগামী ১৪ তারিখ পর্যন্ত বার্মিংহাম শহরে মুহাম্মাদ মালিকের টাঙানো বিলবোর্ড দেখা যাবে।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড