হোম > বিশ্ব > ইউরোপ

অস্ট্রিয়ায় ইহুদি সমাধিস্থলে ভাঙচুর-অগ্নিসংযোগ 

গাজার সংকটকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোতে ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ইহুদি সম্প্রদায়ের নেতারা। সর্বশেষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি ইহুদি সমাধিস্থলে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভিয়েনার ইহুদি সম্প্রদায়ের নেতা অস্কার ডয়েচ গত বুধবার এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি ভাঙচুরের পর সেই সমাধিস্থলের বিধ্বস্ত ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সব ছবি থেকে দেখা গেছে, সমাধিস্থল এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অস্কার ডয়চে লেখেন, ‘কেন্দ্রীয় সমাধিস্থল ইহুদিদের জন্য নির্ধারিত অংশে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিকেলে আনুষ্ঠানিক প্রার্থনা ভবন জ্বালিয়ে দেওয়া হয়। ভবনের বাইরের দেয়ালে এঁকে দেওয়া হয় স্বস্তিকা চিহ্ন। অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ তিনি দাবি করেছেন, ইউরোপের বিভিন্ন অংশে ইহুদিবিদ্বেষ ক্রমেই বাড়ছে।

ভিয়েনার অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র জেরাল্ড শিম্প্ফ সংবাদমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার রাতের কোনো একটা সময়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে। কিন্তু খবর পেয়ে পরদিন ভোরে যখন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পৌঁছায়, ততক্ষণে আগুন নিভে যায়।

ভিয়েনা স্টেট পুলিশ জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অস্ট্রিয়ার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাঁরা এখনো গভীরভাবে বিষয়টি তদন্ত করছেন। তবে ভিয়েনা কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে, কারা আগুন লাগিয়েছে—এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন