হোম > বিশ্ব > ইউরোপ

অস্ট্রিয়ায় ইহুদি সমাধিস্থলে ভাঙচুর-অগ্নিসংযোগ 

গাজার সংকটকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোতে ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ইহুদি সম্প্রদায়ের নেতারা। সর্বশেষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি ইহুদি সমাধিস্থলে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভিয়েনার ইহুদি সম্প্রদায়ের নেতা অস্কার ডয়েচ গত বুধবার এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি ভাঙচুরের পর সেই সমাধিস্থলের বিধ্বস্ত ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সব ছবি থেকে দেখা গেছে, সমাধিস্থল এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অস্কার ডয়চে লেখেন, ‘কেন্দ্রীয় সমাধিস্থল ইহুদিদের জন্য নির্ধারিত অংশে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিকেলে আনুষ্ঠানিক প্রার্থনা ভবন জ্বালিয়ে দেওয়া হয়। ভবনের বাইরের দেয়ালে এঁকে দেওয়া হয় স্বস্তিকা চিহ্ন। অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ তিনি দাবি করেছেন, ইউরোপের বিভিন্ন অংশে ইহুদিবিদ্বেষ ক্রমেই বাড়ছে।

ভিয়েনার অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র জেরাল্ড শিম্প্ফ সংবাদমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার রাতের কোনো একটা সময়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে। কিন্তু খবর পেয়ে পরদিন ভোরে যখন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পৌঁছায়, ততক্ষণে আগুন নিভে যায়।

ভিয়েনা স্টেট পুলিশ জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অস্ট্রিয়ার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাঁরা এখনো গভীরভাবে বিষয়টি তদন্ত করছেন। তবে ভিয়েনা কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে, কারা আগুন লাগিয়েছে—এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও