হোম > বিশ্ব > ইউরোপ

সন্তানদের যে কারণে ‘অপহরণ’ করলেন মা

করোনাভাইরাসের টিকা সন্তানদের দিতে চান না মা। এ জন্য দুই সন্তানকে অপহরণ করেছেন। এমন অভিযোগ করেছেন ওই নারীর সাবেক স্বামী। ইউরোপের দেশ স্পেনের সেভিয়া শহরে এ ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারীর সাবেক স্বামী গত মাসে সন্তানদের অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই নারীর সাবেক স্বামী সেভিয়া শহরের দক্ষিণাঞ্চলে থাকেন। গত ৪ নভেম্বর থেকে তিনি তাঁর সন্তানকে দেখেন না। এর আগে তাঁর স্ত্রী একটি চিঠিতে জানিয়েছিলেন যে তিনি তাঁর সন্তানদের স্কুলে যেতে দেবেন না।

স্পেনের আদালতের রায় অনুযায়ী, সন্তানদের টিকা দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারেন একজন বাবা।

স্থানীয় বিচার বিভাগের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল বুধবার সকালে ওই নারী কর্তৃপক্ষের কাছে দুই সন্তান নিয়ে হাজির হন। পরে তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। 

স্পেনের গার্দিয়া সিভিল পুলিশ বাহিনীর মুখপাত্র জানান, গতকাল বুধবার বিকেলে সন্তানদের বাবার কাছে হস্তান্তর করা হয়। 

স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ১৫ ডিসেম্বর থেকে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত স্পেনে টিকাবিরোধী কোনো  আন্দোলন হয়নি। 

স্পেনে ১২ বছরের বেশি ৯০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট