শিগগিরই ইউক্রেন থেকে কূটনীতিক সরিয়ে আনা হবে বলে জানিয়েছে রুশ সরকার। জীবন রক্ষার জন্যই তাঁদের সরিয়ে আনা হবে বলে জানিয়েছে মস্কো। এদিকে রাশিয়ার আইনপ্রণেতারাও পুতিনকে বিদেশে শক্তি প্রয়োগ করার অনুমতি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কূটনীতিকদের জীবন ও নিরাপত্তা রক্ষার জন্য ইউক্রেনে রাশিয়ার বিদেশি মিশনের কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের কূটনীতিকেরা হুমকি পেয়েছেন এবং দূতাবাস ও কনস্যুলেট লক্ষ্য করে একের পর এক হামলা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেন গভীর বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে।
বেশ কিছু পশ্চিমা দূতাবাস কিয়েভ থেকে পোলিশ সীমান্তের কাছে লভিভ শহরে স্থানান্তরিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কয়েক মাস ধরেই দাবি করে আসছে, যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলার চালাবে।
এদিকে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ পুতিনকে বিদেশে রাশিয়ান সেনাবাহিনীর শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছে।
গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দোনেস্ক ও লুগানস্ককে স্বাধীন ঘোষণা করেন।