হোম > বিশ্ব > ইউরোপ

একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করেছে রেকর্ডসংখ্যক ১৩ শ অভিবাসন প্রত্যাশী

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। স্থানীয় সময় গতকাল সোমবারে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে। যুক্তরাজ্যে সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্য সরকার স্থানীয় সময় আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ গত সোমবার সারা দিনে ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশীকে শনাক্ত করেছে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে একদিনে সর্বোচ্চ অনুপ্রবেশের রেকর্ড ছিল ১ হাজার ১৮৫ জন। ২০২১ সালের নভেম্বর মানের ১১ তারিখে প্রায় ১২ শ জন লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।

যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, দেশটিতে এখনো পর্যন্ত ২২ হাজার ৬৭০ জন মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করেছে। যা গত বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমার্ধের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর সব মিলিয়ে দেশটি ২৮ হাজার ৫২৬ জনকে আশ্রয় দিয়েছিল।

সাম্প্রতিক সময়ে এই ইস্যুটি যুক্তরাজ্য সরকারের জন্য একটি বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে এই ইস্যুটি লন্ডন ও প্যারিসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যুক্তরাজ্যের অভিযোগ এসব অভিবাসীর অধিকাংশই ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারপর যুক্তরাজ্যে প্রবেশ করে এবং ফ্রান্স বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড