হোম > বিশ্ব > ইউরোপ

৩৩ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৪ বছরের শিশু জীবিত উদ্ধার

তুরস্কের হাতায়ে বিধ্বংসী ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই কন্যা শিশুটিতে উদ্ধার করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে সাহায্য সংস্থাগুলো যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় জরুরি সহায়তা পাঠানোর জটিলতা নিয়ে কাজ করছে। 

বিশ্বের কয়েক ডজন দেশ অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। 

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) অনুসারে তুরস্কে মৃতের সংখ্যা ৪ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে। 

অপরদিকে সিরিয়ায় নিহতদের সংখ্যা ১ হাজার ৮৩২–এর কাছাকাছি। সিরিয়া সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুসারে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা ৮১২।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট