অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯ ভ্যাকসিন নিয়ে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাগুলো এ কথা জানিয়েছে। যা আগের দেওয়া তথ্যের চেয়ে ২৫ জন বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি জানিয়েছে, ফাইজার–বায়োএনটেক–এর টিকা ব্যবহার করে এর আগে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে বেশ কয়েকটি দেশ অক্সফোর্ডের টিকার বিষয়ে আপত্তি করে। শরীরে রক্ত জমাট বাঁধার কথা সর্বপ্রথম বলে ইউরোপীয় ইউনিয়ন। তবে তখন যুক্তরাজ্য জানিয়েছিল, এই ভ্যাকসিনে তাদের দেশে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না।
যুক্তরাজ্যের মেডিসিন নিয়ন্ত্রক সংস্থা গত ১৮ মার্চ প্রথমবারের মতো স্বীকার করে, তাদের দেশে ১ কোটি ১০ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে মাত্র পাঁচ জনের রক্তা জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে।
তবে গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা জানায়, টিকা নেওয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে ২২ জনের। আর আট জনের শরীরে রক্ত জমাট বেঁধেছে।