কামিকাজ সমুদ্র ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। আজ বৃহস্পতিবার স্কাই নিউজসহ একাধিক গণমাধ্যম একটি ভিডিও ফুটেজসহ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সেই ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণসাগরে মোতায়েন রাখা রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ইভানোভেটস উড়িয়ে দেওয়া হয়েছে। ১৮৪ ফুট দীর্ঘ ওই যুদ্ধজাহাজে একাধিক ড্রোন আঘাত করেছিল। এ ঘটনায় জাহাজটিতে অবস্থান করা রুশ ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
একটি টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে বলা হয়েছে, জাহাজটির গায়ে সরাসরি আঘাতের ফলে এটি ধ্বংসাবশেষে পরিণত হয়। একপর্যায়ে জাহাজটি একদিকে হেলে পড়ে এবং ডুবে যায়।
মেট্রো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত জাহাজটি ক্রিমিয়ার পশ্চিমে অবস্থিত উপসাগরীয় একটি সামুদ্রিক লেকে অবস্থান করছিল। রুশ জাহাজগুলোকে এই লেকেই অবস্থান করতে দেখা যায়।
জাহাজ ডুবে যাওয়ার বিষয়ে রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের জিইউআর মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সির একটি স্পেশাল ফোর্সের নেতৃত্বে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগেও রাশিয়ার একাধিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। এই তালিকায় রয়েছে কৃষ্ণসাগরে রুশ পতাকাবাহী মস্কোভা ক্রুজার। ২০২২ সালের এপ্রিলে নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজটি ডুবিয়ে দিয়েছিল ইউক্রেনের সেনারা।