হোম > বিশ্ব > ইউরোপ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের পর এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে স্লোভেনীয় সরকার। গতকাল বৃহস্পতিবার স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

স্লোভেনীয় সরকারের এই সিদ্ধান্তের অনুমোদনের জন্য এখনো দেশটির পার্লামেন্টের সদস্যদের অনুমোদন প্রয়োজন। আগামী মঙ্গলবার এই প্রস্তাবে ভোট হবে। এ প্রসঙ্গে পার্লামেন্টের স্পিকার উরস্কা ক্লাকোকার জুপানচিচ লুবজানায় এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার বিকেল ৪টা থেকে অধিবেশন শুরু হবে।

এদিকে, স্লোভেনীয় আইনপ্রণেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।’ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই পদক্ষেপ। রবার্ট গোলব গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্লোভেনীয় সরকার লুবজানায় সরকারি ভবনের সামনে স্লোভেনিয়া এবং ইইউ-এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেছে।

গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ইঙ্গিত দিয়েছে মাল্টাও।

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। তবে ফ্রান্স বলছে, এখনো সেই সময় আসেনি।

জার্মানি যোগ দিয়েছে ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের শিবিরে। গত মঙ্গলবার ডেনমার্কের পার্লামেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিল বাতিল করে দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ২২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮২ হাজার মানুষ।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন