হোম > বিশ্ব > ইউরোপ

রাজশাসনের ৭০ বছর, জাতিকে ধন্যবাদ জানালেন রানি

রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূতি উপলক্ষে যুক্তরাজ্যে শুরু হয়েছে ‘প্লাটিনাম জুবিলি’ উৎসব। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ব্রিটিশ রাজ দপ্তর থেকে রানির ছবি প্রকাশ করা হয়েছে। প্লাটিনাম জুবিলির প্রাক্কালে জাতিকে ধন্যবাদ জানিয়েছেন রানি। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজ দপ্তর থেকে প্রকাশিত রানির ছবিটি তুলেছেন রানাল্ড ম্যাকেচনি। এ বছরের শুরুর দিকে উইন্ডসর ক্যাসেলে ছবিটি তোলা হয়েছে। ছবিতে দেখা যায়, রানি তাঁর বাসভবনে জানালার পাশে একটি কুশনযুক্ত আসনে বেশ সন্তুষ্টচিত্তে বসে আছেন। ঐতিহাসিক বাসভবনের গোল টাওয়ারটি দূর থেকে দেখা যাচ্ছে। 

৭০ বছর পূর্তির জুবিলি বার্তায় রানি গোটা জাতিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, উৎসব আয়োজনের জন্য জাতিকে ধন্যবাদ। এ উৎসব তাঁর জীবনে মাইলফলক হয়ে থাকবে। অনেক সুখস্মৃতি তৈরি করবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পার্টি করার প্রস্তুতি নিচ্ছে। চার দিন ধরে চলবে ‘জুবিলি পেজেন্ট’ নামে নানা আয়োজন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সেনাবাহিনীর ট্রুপিং দ্য কালার প্যারেডের মাধ্যমে আনন্দ আয়োজন শুরু হবে এবং শেষ হবে আগামী রোববার। 

রানি তাঁর জুবিলি বার্তায় আরও বলেছেন, ‘আপনাদের অবিরাম শুভেচ্ছাবর্ষণ আমাকে অনুপ্রাণিত করছে। বিগত ৭০ বছরে যা কিছু অর্জিত হয়েছে, তার প্রতিফলন আগামী দিনগুলোতে দেখানোর সুযোগ পাব বলে আশা রাখি।’ 

৯৬ বছর বয়সী রানি বার্ধক্যজনিতকারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থেকেছেন তিনি। প্লাটিনাম জুবিলির উৎসব দেখতে বাকিংহাম প্যালেসের বারান্দায় রাজপরিবারের সদস্যদের সঙ্গে রানি যোগ দিতে পারেন। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট