হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ফিনিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা, বহিষ্কার ৯ কূটনীতিক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মস্কো এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ ছাড়া ৯ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। এই পদক্ষেপকে হেলসিঙ্কির ‘সংঘাতমূলক রুশবিরোধী নীতির’ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘ সীমান্ত ভাগ করে। দেশটি এই মাসের শুরুর দিকে হেলসিঙ্কিতে রাশিয়ান দূতাবাসে কর্মরত ৯ কূটনীতিককে ‘গোয়েন্দা সক্ষমতায়’ কাজ করার দায়ে বহিষ্কার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ আঘাতের বদলে আঘাত। ‘রাশিয়ান ফেডারেশনে ফিনিশ দূতাবাসের ৯ কর্মী এবং সেন্ট পিটার্সবার্গে ফিনিশ কনস্যুলেট জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিনিশ কর্তৃপক্ষের দ্বন্দ্বমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ান পক্ষ সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট জেনারেলের কার্যক্রমে তার সম্মতি ১ অক্টোবর থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বৃহস্পতিবার হেলসিঙ্কিতে সাংবাদিকদের বলেছেন, তার দেশ ‘অনুরূপ ব্যবস্থার জন্য প্রস্তুতি শুরু করতে বাধ্য।’ তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে, এটি বেশ পরিষ্কার।’

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার বড় আকারের সামরিক অভিযানের পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। শত্রুতা ফিনল্যান্ডকে কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ফেলতে এবং ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে প্ররোচিত করে।

পরে এপ্রিলে দেশটি আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হয়।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা