হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ফিনিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা, বহিষ্কার ৯ কূটনীতিক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মস্কো এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ ছাড়া ৯ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। এই পদক্ষেপকে হেলসিঙ্কির ‘সংঘাতমূলক রুশবিরোধী নীতির’ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘ সীমান্ত ভাগ করে। দেশটি এই মাসের শুরুর দিকে হেলসিঙ্কিতে রাশিয়ান দূতাবাসে কর্মরত ৯ কূটনীতিককে ‘গোয়েন্দা সক্ষমতায়’ কাজ করার দায়ে বহিষ্কার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ আঘাতের বদলে আঘাত। ‘রাশিয়ান ফেডারেশনে ফিনিশ দূতাবাসের ৯ কর্মী এবং সেন্ট পিটার্সবার্গে ফিনিশ কনস্যুলেট জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিনিশ কর্তৃপক্ষের দ্বন্দ্বমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ান পক্ষ সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট জেনারেলের কার্যক্রমে তার সম্মতি ১ অক্টোবর থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বৃহস্পতিবার হেলসিঙ্কিতে সাংবাদিকদের বলেছেন, তার দেশ ‘অনুরূপ ব্যবস্থার জন্য প্রস্তুতি শুরু করতে বাধ্য।’ তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে, এটি বেশ পরিষ্কার।’

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার বড় আকারের সামরিক অভিযানের পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। শত্রুতা ফিনল্যান্ডকে কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ফেলতে এবং ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে প্ররোচিত করে।

পরে এপ্রিলে দেশটি আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও