হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে জেলেনস্কির উপহাস 

ইউক্রেন যুদ্ধ ভালোভাবে চলছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তার সমস্ত ‘মহৎ’ লক্ষ্য অর্জন করবে এবং ‘ছন্দোবদ্ধ ও শান্তভাবে’ বিশেষ অভিযান চালিয়ে যাবে। তবে এমন মন্তব্য নিয়ে উপহাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কীভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি পরিকল্পনা অনুমোদন করতে পারেন, যাতে বহু রুশ সেনা মারা যাচ্ছে। 

একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া বলছে, বিশেষ অপারেশন অনুমিতভাবে পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু সত্যি কথা বলতে কী, এ ধরনের পরিকল্পনা কীভাবে আসতে পারে তা বিশ্বের কেউই বুঝতে পারছে না। এক মাসেরও বেশি সময়ের যুদ্ধে তাদের হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। এই পরিকল্পনা কীভাবে সম্ভব? কে এমন পরিকল্পনা অনুমোদন করতে পারে? 

জেলেনস্কি দাবি করেন, ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চলা আফগানিস্তান যুদ্ধের চেয়ে গত ৪৮ দিনে ইউক্রেনে বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে।

 ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে যে সব রুশ ট্যাংকই মাঠে আটকে নেই। আর শত্রুরাও এমনি যুদ্ধ ছেড়ে পালায় না। তাদের মধ্যে সব সেনাকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিযুক্তি দেওয়া হয়েছে এমনও না। এর মানে হলো যে আমাদের যোদ্ধাদের, আমাদের সেনাবাহিনীর কৃতিত্বকে হ্রাস করা উচিত হবে না। 

যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে মস্কো গত ২৫ মার্চ সর্বশেষ তথ্য জানায়। সেখানে বলা হয়, যুদ্ধ শুরুর পর তখন পর্যন্ত তাদের ১ হাজার ৩৫১ জন সেনাসদস্য নিহত হয়েছেনন। তবে ইউক্রেন বলছে, এই সংখ্যা প্রায় ২০ হাজার।

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ