রাশিয়া ‘যেকোনো সময়’ বিমান হামলার মাধ্যমে ইউক্রেন আক্রমণের সূচনা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবং দেশটি মার্কিনিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে শুরু হতে। এই হামলা দেশটি থেকে মার্কিনিদের প্রস্থানকে কঠিন এবং বেসামরিকদের জীবন বিপন্ন করে তুলতে পারে।
তবে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্বেও মস্কো বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে।
এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জারি করা এক বিজ্ঞপ্তিতে ইউক্রেনের মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার থেকে দূতাবাসে দেওয়া সেবসমূহ স্থগিত থাকবে। তবে প্রয়োজনীয় কাজ এবং জরুরী অবস্থা মোকাবিলায় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ একটি ছোট কনস্যুলেটে মার্কিন দূতাবাসের সীমিত কিছু সেবা প্রদান করা হবে।
এদিক, ইউক্রেনকে ঘিরে ক্রমর্ধমান উত্তেজনার মধ্যেই দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়, ব্রিটেন এবং জার্মানির মতো দেশগুলো।