হোম > বিশ্ব > ইউরোপ

মস্কোর উপকণ্ঠে গাড়িবোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সিএনএন

রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোর উপকণ্ঠ বালাশিখায় একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। একাধিক রুশ সূত্রের বরাতে আজ শুক্রবার এই খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে সরকারিভাবে নিশ্চিত করা না হলেও পরে রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আজ বালাশিখায় ইয়ারোস্লাভের গাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেংকো জানান, জেনারেল ইয়ারোস্লাভের গাড়িটিতে গুলিভর্তি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, যা বিস্ফোরিত হয়।

জেনারেল ইয়ারোস্লাভ রুশ জেনারেল স্টাফের প্রধান পরিচালন বিভাগের ডেপুটি প্রধান ছিলেন এবং ২০১৫ সালে প্যারিসে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।

এই হত্যাকাণ্ড রাশিয়ায় গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার প্রাণহানির ঘটনা। ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলোভকে মস্কোয় তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে একটি ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা দিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দায় পরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্বীকার করেছিল।

এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মস্কোর একটি ভবনের প্রবেশপথে বিস্ফোরণে আহত হয়ে মারা যান রাশিয়াপন্থী মিলিশিয়া নেতা আরমেন সারগসিয়ান। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সাবেক ইউক্রেনীয় এমপি ইলিয়া কিভা মস্কোর একটি পার্কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গে রুশপন্থী যুদ্ধ ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে একটি পুতুলের মধ্যে লুকানো বোমায় হত্যা করা হয়।

যদিও ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করে না। বিশ্লেষকেরা মনে করেন, এসব হামলায় তাদের গভীর সংযোগ রয়েছে।

সর্বশেষ জেনারেল ইয়ারোস্লাভ নিহত হওয়ার পর রুশ কর্তৃপক্ষ বলেছে, এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা