হোম > বিশ্ব > ইউরোপ

মস্কোর উপকণ্ঠে গাড়িবোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সিএনএন

রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোর উপকণ্ঠ বালাশিখায় একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। একাধিক রুশ সূত্রের বরাতে আজ শুক্রবার এই খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে সরকারিভাবে নিশ্চিত করা না হলেও পরে রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আজ বালাশিখায় ইয়ারোস্লাভের গাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেংকো জানান, জেনারেল ইয়ারোস্লাভের গাড়িটিতে গুলিভর্তি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, যা বিস্ফোরিত হয়।

জেনারেল ইয়ারোস্লাভ রুশ জেনারেল স্টাফের প্রধান পরিচালন বিভাগের ডেপুটি প্রধান ছিলেন এবং ২০১৫ সালে প্যারিসে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।

এই হত্যাকাণ্ড রাশিয়ায় গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার প্রাণহানির ঘটনা। ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলোভকে মস্কোয় তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে একটি ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা দিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দায় পরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্বীকার করেছিল।

এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মস্কোর একটি ভবনের প্রবেশপথে বিস্ফোরণে আহত হয়ে মারা যান রাশিয়াপন্থী মিলিশিয়া নেতা আরমেন সারগসিয়ান। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সাবেক ইউক্রেনীয় এমপি ইলিয়া কিভা মস্কোর একটি পার্কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গে রুশপন্থী যুদ্ধ ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে একটি পুতুলের মধ্যে লুকানো বোমায় হত্যা করা হয়।

যদিও ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করে না। বিশ্লেষকেরা মনে করেন, এসব হামলায় তাদের গভীর সংযোগ রয়েছে।

সর্বশেষ জেনারেল ইয়ারোস্লাভ নিহত হওয়ার পর রুশ কর্তৃপক্ষ বলেছে, এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা