ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে মাকারিভ নামের একটি গ্রামে রুশ বাহিনীর হামলায় অন্তত ১৩২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। গ্রামপ্রধান ভাদিম তোকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
ইউক্রেনের পার্লামেন্ট টিভিকে ভাদিম তোকার বলেছেন, ‘স্থানীয় কর্মকর্তারা মৃতদেহগুলো উদ্ধার করেছেন এবং বলেছেন যে রুশ বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছে।’
ভাদিম তোকার আরও বলেন, ‘রুশ সেনাদের হামলায় মাকারিভের প্রায় সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আবাসিক ভবন এবং অন্যান্য স্থাপনায় বোমা হামলা করা হয়েছে এবং একটি হাসপাতাল ধ্বংস করা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন লাইন ছাড়াই আছি। আমাদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্রও নেই।’
ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই অঞ্চলের বাসিন্দারা এখন রাস্তায় বের হচ্ছে এবং ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন মেয়র ভাদিম তোকার।
ভাদিম তোকার দাবি করেছেন, রুশ হামলার আগে মাকারিভে প্রায় ১৫ হাজার মানুষ বাস করত। এখন সেখানে ১ হাজারেরও কম মানুষ রয়েছে। তবে গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে।