ইউক্রেনে চলমান রুশ হামলায় ১ হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া আহত হয়েছে ১ হাজার ৮৬০ জন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ভারী বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে ১ হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ভারী কামান ও একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা।
এদিকে ইউক্রেনের দাবি, চলমান অভিযানে প্রায় ১৬ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। নিজেদের পক্ষের কত সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে সম্প্রতি কিছু জানায়নি ইউক্রেন। তবে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয়ের দাবি, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৩০ হাজার সেনা হতাহত হয়েছেন।