হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোল-লুহানস্কে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া: ইউক্রেন

মারিউপোল ও লুহানস্কে আক্রমণ তীব্রতর করেছে রাশিয়া। মারিউপোলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ইস্পাত কারখানা আজভস্টালের দখল নিতে সেখানে থাকা ইউক্রেনের সৈন্যদের ওপর পুনরায় আক্রমণ শুরু করেছে। শনিবার ইউক্রেনের এক কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনের ওই কর্মকর্তা জানিয়েছেন, মস্কো বেশ কয়েক দিন আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোল বিজয় করেছে বলে ঘোষণা দিয়ে বলেছিল, তাদের কারখানার নিয়ন্ত্রণ নেওয়ার কোনো দরকার নেই। তবে তারা এখন কারখানার নিয়ন্ত্রণ নিতে সেখানে আক্রমণ তীব্রতর করেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‘রাশিয়ার সেনাবাহিনী বিমান হামলার মাধ্যমে আজভস্টালে তা বিধ্বস্ত করার চেষ্টা করেছিল। শত্রুরা মারিউপোলকে যারা রক্ষা করছে তাদের প্রতিরোধকে চূড়ান্তভাবে ধ্বংস করা চেষ্টা করছে।’ 

ইউক্রেন-রাশিয়া সংঘাতের সবচেয়ে বড় যুদ্ধটি চলছে এই মারিউপোলে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এখানে তীব্র যুদ্ধ চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোল দখল নেওয়া রাশিয়ার জন্য জরুরি। এর ফলে ২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার সঙ্গে পূর্ব দনবাসের মধ্যকার স্থল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। 

এদিকে, গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা আজভস্টাল কারখানায় থেকে যাওয়া ইউক্রেনের যোদ্ধাদের কারখানার ভেতরে ‘নিরাপদে অবরুদ্ধ’ করে রেখেছে। তারও আগে, গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিউপোলকে ‘মুক্ত’ ঘোষণা করে আজভস্টাল কমপ্লেক্সটি অবরুদ্ধ করা করার নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘একটি মাছিও যেন প্রবেশ করতে না পারে।’ 

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান