হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোল-লুহানস্কে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া: ইউক্রেন

মারিউপোল ও লুহানস্কে আক্রমণ তীব্রতর করেছে রাশিয়া। মারিউপোলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ইস্পাত কারখানা আজভস্টালের দখল নিতে সেখানে থাকা ইউক্রেনের সৈন্যদের ওপর পুনরায় আক্রমণ শুরু করেছে। শনিবার ইউক্রেনের এক কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনের ওই কর্মকর্তা জানিয়েছেন, মস্কো বেশ কয়েক দিন আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোল বিজয় করেছে বলে ঘোষণা দিয়ে বলেছিল, তাদের কারখানার নিয়ন্ত্রণ নেওয়ার কোনো দরকার নেই। তবে তারা এখন কারখানার নিয়ন্ত্রণ নিতে সেখানে আক্রমণ তীব্রতর করেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‘রাশিয়ার সেনাবাহিনী বিমান হামলার মাধ্যমে আজভস্টালে তা বিধ্বস্ত করার চেষ্টা করেছিল। শত্রুরা মারিউপোলকে যারা রক্ষা করছে তাদের প্রতিরোধকে চূড়ান্তভাবে ধ্বংস করা চেষ্টা করছে।’ 

ইউক্রেন-রাশিয়া সংঘাতের সবচেয়ে বড় যুদ্ধটি চলছে এই মারিউপোলে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এখানে তীব্র যুদ্ধ চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোল দখল নেওয়া রাশিয়ার জন্য জরুরি। এর ফলে ২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার সঙ্গে পূর্ব দনবাসের মধ্যকার স্থল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। 

এদিকে, গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা আজভস্টাল কারখানায় থেকে যাওয়া ইউক্রেনের যোদ্ধাদের কারখানার ভেতরে ‘নিরাপদে অবরুদ্ধ’ করে রেখেছে। তারও আগে, গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিউপোলকে ‘মুক্ত’ ঘোষণা করে আজভস্টাল কমপ্লেক্সটি অবরুদ্ধ করা করার নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘একটি মাছিও যেন প্রবেশ করতে না পারে।’ 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা