হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে ৬ হাজার ৭০০ কনটেইনারবোঝাই অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। গত জুলাই থেকে এসব যুদ্ধাস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপে এ তথ্য প্রকাশ করা হয়।

গতকাল সোমবার স্থানীয় সংবাদ সম্মেলনে মন্ত্রী শিন ওন-সিক বলেন, কনটেইনারগুলোতে ৩০ লাখ ১৫২ মিলিমিটার আর্টিলারি শেল বা ৫ লাখ ১২২ মিলিমিটার রাউন্ড থাকতে পারে।

শিন বলেন, এখানে সম্ভবত দুই ধরনেরই মিশ্রণ থাকতে পারে। বলা যেতে পারে এখন পর্যন্ত অন্তত কয়েক লাখ গোলাবারুদ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কাঁচামাল ও বিদ্যুতের অভাবে উত্তর কোরিয়ার শত শত যুদ্ধাস্ত্র কারখানা সক্ষমতার প্রায় ৩০ শতাংশ উৎপাদন করতে পারছে। তবে রাশিয়ার জন্য আর্টিলারি শেল উৎপাদনকারীরা পুরোদমে কাজ করছে। এ তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

পিয়ংইয়ং ও মস্কোর বিরুদ্ধে অস্ত্র কেনাবেচার অভিযোগ করে আসছে সিউল ও ওয়াশিংটন। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য উত্তর কোরিয়ার নিন্দাও জানিয়েছে দেশগুলো। তবে উত্তর কোরিয়া ও রাশিয়া সামরিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিলেও তা অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার নতুন এক ফ্যাক্ট শিট প্রকাশ করে বলে, গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া ১০ হাজারের বেশি কনটেইনার যুদ্ধাস্ত্র বা এ সংক্রান্ত উপকরণ রাশিয়াকে পাঠিয়েছে।

বিনিময়ে উত্তর কোরিয়া প্রায় ৯ হাজার কনটেইনার পেয়েছে, যার বেশির ভাগই খাদ্য সরবরাহ। শিন বলেন, এ সরবরাহ উত্তর কোরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল করতে সহায়তা করেছে।

কনটেইনারের সংখ্যা নিশ্চিত না করতে পারলেও সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শিনকে উদ্ধৃত করে বলেন, গত জুলাই থেকে রাশিয়ায় যে পরিমাণ কনটেইনার পাঠানো হয়েছে, উত্তর কোরিয়ায় তার ৩০ শতাংশ বেশি কনটেইনার পাঠিয়েছে রাশিয়া।

শিন বলেন, মস্কো প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখায় উত্তর কোরিয়া আগামী মাসের প্রথম দিকে আরও একটি উপগ্রহ নিক্ষেপ করতে পারে। এ ছাড়া পিয়ংইয়ং বিমান ও স্থল গতিশীলতা সরঞ্জাম প্রযুক্তিতেও সহায়তা চেয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়া কতটা দেবে তা স্পষ্ট নয়, তবে রাশিয়া উত্তর কোরিয়ার আর্টিলারি শেলের ওপর যত বেশি নির্ভরশীল হবে, রাশিয়ার প্রযুক্তি সরবরাহের মাত্রা তত বেশি বাড়বে।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার