হোম > বিশ্ব > ইউরোপ

নতুন আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করতে চায় রাশিয়া: ইউক্রেন 

নতুন আলোচনার কথা বলে রাশিয়া সময় ক্ষেপণ করতে চাইছে। যাতে তাঁরা নতুন করে আক্রমণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারে। স্থানীয় সময় আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখিলো পদোলিয়াক এএফপিকে এই কথা বলেছেন। 

পদোলিয়াক এএফপিকে বলেন, সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনকে একটি আলোচনায় বসার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। পদোলিয়াকের মতে ৬ মাস ধরে চলা যুদ্ধ এখন শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘এই আলোচনার সময় মস্কো ইউক্রেনের যেসব অঞ্চল অধিকার করে নিয়েছে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেই আলোচনায় বসতে চেয়েছিল।’ 

রাশিয়ার সঙ্গে কিয়েভের কোনো রাজনৈতিক যোগাযোগ নেই উল্লেখ করে পদোলিয়াক বলেন, ‘রাশিয়া বিভিন্ন মাধ্যমে আলোচনার প্রস্তাব পাঠায়। তবে পদোলিয়াক তাদের নাম উল্লেখ করেননি। 

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি আগস্টের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেসহ তিনি বেশ কয়েকবার বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে প্রস্তুত। সম্প্রতি গত সপ্তাহের শুক্রবার জাতিসংঘের মহাসচিবসহ ইউক্রেন সফর করেন। 

পদোলিয়াক বলেন, ইউক্রেনের অবস্থান ছিল এখনো আছে, মস্কো প্রকৃতপক্ষে শান্তি আলোচনা চায় না। বরং তাঁরা নতুন করে আক্রমণ শুরু করার আগে রুশ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য সময় ক্ষেপণের চেষ্টা করছে মাত্র। 

এর আগেও, কিয়েভ একাধিকবার জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড না ছাড়লে কোনো আলোচনা সম্ভব নয়। ইউক্রেনের লক্ষ্য হারানো অঞ্চল পুনরুদ্ধার করা এবং ২০১৪ সালে রাশিয়া যে ক্রিমিয়াকে সংযুক্ত করে নিয়েছে তাও দখল মুক্ত করা।

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১