হোম > বিশ্ব > ইউরোপ

দিনদুপুরে গুলিবিদ্ধ স্পেনের নেতা, দুষলেন ইরানকে

স্পেনের ডানপন্থী রাজনৈতিক নেতাকে গুলি করার পেছনে ইরানের হাত আছে বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রথমবার জনসম্মুখে এসে এ নেতা হত্যাচেষ্টার জন্য ইরানকে দায়ী করেন ওই রাজনীতিক। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, স্পেনের উগ্র–ডানপন্থী দল ভক্সের প্রতিষ্ঠাতা ও কাতালোনিয়ার মধ্য–ডানপন্থী দল পিপলস পার্টির সাবেক প্রধান আলেহো ভিদাল–কুয়াদ্রাস দীর্ঘকাল ধরেই ইরান–বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছেন। গত ৯ নভেম্বর সালামানকা এলাকায় এক মোটরসাইকেল আরোহী তাঁর বাড়ির কাছে প্রকাশ্য দিবালোকে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি তাঁর মুখে লাগে। 

শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী ভিদাল–কুয়াদ্রাস বলেন, ‘এ হামলার পেছনে ইরান সরকার আছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’ 

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন ভিদাল। 

সংবাদ সম্মেলনে তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। শুধু বলেছেন, ‘ভিন্নমতাবলম্বী এবং তাদের সমর্থনকারী বিদেশিদের বিরুদ্ধে তেহরানের বহির্দেশে সন্ত্রাসী কার্যকলাপের দীর্ঘ ঐতিহ্য ও রেকর্ড রয়েছে।’ 

গোলাগুলির ঘটনা তদন্তের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সন্দেহভাজন বন্দুকধারী—তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক এর আগেও ফ্রান্সে বেশ কয়েকবার দোষী সাব্যস্ত হয়েছিলেন—তিনি এখনো পলাতক। 

গুলি করার সম্ভাব্য উদ্দেশ্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ। 

হামলার পর ভিদাল–কুয়াদ্রাস পুলিশকে বলেন, অলৌকিকভাবে তিনি এ হামলায় বেঁচে গেছেন। হামলায় বুলেট তাঁর একটি চোয়াল ভেদ করে যায়। 

 ‘ইরান প্রতিরোধ’ আন্দোলনের সমর্থনকারী ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অব জাস্টিসের শীর্ষ সদস্য ভিদাল–কুয়াদ্রাস দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি অবস্থান কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা