হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের গণকবর নিয়ে ‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান ইইউর

ইউক্রেনে নতুন গণকবরের সন্ধান পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি যুদ্ধাপরাধের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইইউর প্রেসিডেন্ট ও চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি বলেছেন, ‘এই একবিংশ শতাব্দীতে বেসামরিক মানুষের ওপর এ ধরনের নির্যাতন অকল্পনীয় এবং ঘৃণ্য। শনিবার এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘এ ধরনের অপরাধ উপেক্ষা করা আমাদের উচিত নয়। আমরা সব যুদ্ধাপরাধীর শাস্তির পক্ষে আছি। আমি এ অপরাধের বিচারের জন্য দ্রুত একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাই।’

সম্প্রতি রাশিয়া অধিকৃত ইজিয়াম শহরের বাইরে প্রায় ৪৫০টি গণকবর আবিষ্কার করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। কবরগুলো থেকে উত্তোলন করা মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। এসব গণকবর আবিষ্কারের প্রেক্ষাপটে ইইউ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তাঁর নিয়মিত ভাষণে বলেছেন, গণকবর থেকে উদ্ধার করা মরদেহগুলোতে নির্যাতনের নতুন প্রমাণ পাওয়া গেছে। রুশদের দখল থেকে মুক্ত খারকিভ অঞ্চলের বিভিন্ন শহরে ইতিমধ্যে ১০টিরও বেশি ‘টর্চার সেল’ পাওয়া গেছে। সেই সব সেলে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া গেছে, যা দিয়ে তারা নির্যাতন করত।’

জেলেনস্কি আরও বলেছেন, ‘নাৎসিরা যা করত, রাসিস্টরা (রুশ ফ্যাসিস্টদের রাসিস্ট বলা হয়) তাই করছে। তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার