হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের সমালোচকের ২৫ বছর জেল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় কর্মী ভ্লাদিমির কারা-মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহ ও ইউক্রেনে চলা যুদ্ধের সমালোচনার জেরে সোমবার (১৭ এপ্রিল) তাঁকে এই সাজা দেওয়া হয়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী সাবেক সাংবাদিক ও রাজনীতিবিদ মুর্জা পুতিনবিরোধীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি, যিনি শাস্তির মুখোমুখি হলেন। যদিও সব অভিযোগ ইতিমধ্যে অস্বীকার করেছেন তিনি। 

কারা-মুর্জার বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। গত বছর মস্কোতে আটক করা হয় তাঁকে। কারা হেফাজতে থাকাকালীন রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন তদন্তকারীরা। গত সপ্তাহে তিনি মস্কোর একটি আদালতে শুনানিতে বলেন, ‘আমি যে কথাগুলো বলেছিলাম, তা সত্য। এর জন্য কোনো অনুশোচনা করি না। বরং আমি এর জন্য গর্বিত।’ 

রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি প্রেসিডেন্ট পুতিন এবং রুশ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে খোলামেলা সমালোচনা করেছেন ৪১ বছর বয়সী মুর্জা। 

মানবাধিকার লঙ্ঘন ও ইউক্রেনে হামলার জন্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলার পর কোনো সমালোচকের বিরুদ্ধে এবারই সবচেয়ে বেশি সাজা ঘোষণা করলেন রুশ আদালত। 

ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়া নতুন একটি আইন করে। ২০২২ সালের এই ফেডারেল আইনে সেনাবাহিনী নিয়ে ‘বিশ্বাসযোগ্য নয় এমন তথ্য’ ছড়ালে কঠোর শাস্তির বিধান রাখা হয়।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে