হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের সমালোচকের ২৫ বছর জেল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় কর্মী ভ্লাদিমির কারা-মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহ ও ইউক্রেনে চলা যুদ্ধের সমালোচনার জেরে সোমবার (১৭ এপ্রিল) তাঁকে এই সাজা দেওয়া হয়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী সাবেক সাংবাদিক ও রাজনীতিবিদ মুর্জা পুতিনবিরোধীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি, যিনি শাস্তির মুখোমুখি হলেন। যদিও সব অভিযোগ ইতিমধ্যে অস্বীকার করেছেন তিনি। 

কারা-মুর্জার বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। গত বছর মস্কোতে আটক করা হয় তাঁকে। কারা হেফাজতে থাকাকালীন রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন তদন্তকারীরা। গত সপ্তাহে তিনি মস্কোর একটি আদালতে শুনানিতে বলেন, ‘আমি যে কথাগুলো বলেছিলাম, তা সত্য। এর জন্য কোনো অনুশোচনা করি না। বরং আমি এর জন্য গর্বিত।’ 

রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি প্রেসিডেন্ট পুতিন এবং রুশ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে খোলামেলা সমালোচনা করেছেন ৪১ বছর বয়সী মুর্জা। 

মানবাধিকার লঙ্ঘন ও ইউক্রেনে হামলার জন্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলার পর কোনো সমালোচকের বিরুদ্ধে এবারই সবচেয়ে বেশি সাজা ঘোষণা করলেন রুশ আদালত। 

ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়া নতুন একটি আইন করে। ২০২২ সালের এই ফেডারেল আইনে সেনাবাহিনী নিয়ে ‘বিশ্বাসযোগ্য নয় এমন তথ্য’ ছড়ালে কঠোর শাস্তির বিধান রাখা হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও