হোম > বিশ্ব > ইউরোপ

বিবিসির সেই উপস্থাপকের নাম প্রকাশ, তদন্তে নেই আলামত  

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে গত পরশু অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর আপত্তিকর ছবি নিয়েছেন তিনি। বিবিসির কোন কর্মী এমন কাজ করলেন? এ নিয়ে দুই দিন ধরে দেশটিতে ব্যাপক আলোচনা চলছিল।

এর মধ্যে জানা গেল, অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হু এডওয়ার্ডস। তাঁর স্ত্রীই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে নিজের স্বামীর পক্ষেই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে হু ‘মানসিক সমস্যা’ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হবেন, তখন ব্যক্তিগতভাবে ‘অভিযোগের’ জবাব দেবেন।

এ ব্যাপারে বিবৃতিতে হু এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড বলেছেন, ‘বিবিসির উপস্থাপক নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমি আমার স্বামী হু এডওয়ার্ডসের পক্ষ থেকে এই বিবৃতিটি দিচ্ছি। গত পাঁচ দিন আমাদের পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। আমি বিবৃতিটি দিচ্ছি তার মানসিক স্বাস্থ্য ও আমাদের সন্তানদের সুরক্ষার বিষয়টি চিন্তা করে।’

তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘হু গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। এর প্রমাণ আছে। অত্যধিক মানসিক অবসাদের জন্য কয়েক বছর ধরে সে চিকিৎসা নিচ্ছে।’

‘গত কয়েক দিনের ঘটনা তার মানসিক অবসাদ আরও বাড়িয়ে দিয়েছে এবং নতুন করে এতে ভুগছে। সে এখন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছে; আরও কয়েক দিন এখানে থাকতে হতে পারে।’

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই উপস্থাপকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্তে কোনো ফৌজদারি অপরাধের আলামত পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তারা আর কোনো পদক্ষেপ নেবে না। তবে বিবিসির মহাপরিচালক টিম ডেভি জানিয়েছেন, এ বিষয়ে বিবিসির অভ্যন্তরীণ তদন্ত চলমান থাকবে।

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই সম্মতির মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করা যায়। তবে অর্থের প্রলোভনের মাধ্যমে কোনো কিছু করা অবৈধ ও বেআইনি।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বিবিসির উপস্থাপকের বিরুদ্ধে এ খবর প্রথম প্রকাশ করে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট