হোম > বিশ্ব > ইউরোপ

তেল–গ্যাসের জন্য রাশিয়াকে প্রতিদিন ১ বিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তেল–গ্যাসের জন্য রাশিয়াকে প্রতিদিন ১ বিলিয়ন ইউরো দিচ্ছে। গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এমনটি জানান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউরোপিয়ান পার্লামেন্টকে বোরেল বলেন, প্রতিদিন আমরা রাশিয়ান জ্বালানি শক্তি আমদানি করতে মোটামুটিভাবে ১ বিলিয়ন ইউরো প্রদান করছি। এটি অবশ্যই আয়ের একটি উৎস যা যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হয়।

রাশিয়ার থেকে রাতারাতি জ্বালানি আমদানি বন্ধ করা সম্ভব না বলেও ইউরোপিয়ান পার্লামেন্টকে জানান বোরেল।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান বলেন, রাশিয়ার গ্যাস আমদানি নিষিদ্ধ করা অসম্ভব কারণ কিছু সদস্য রাষ্ট্র এর ওপর অনেক নির্ভরশীল। 

সম্প্রতি ইউরোপীয় কমিশন রাশিয়ার কয়লা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। এরপরই এমন তথ্য দিলেন বোরেল। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করে তাহলে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটি হবে কোনো  ব্লকের মস্কো থেকে জ্বালানি আমদানিতে প্রথম নিষেধাজ্ঞা। 

ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধের প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জার্মানি। 

ইইউর একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কয়লার ওপর নিষেধাজ্ঞা দিলে প্রতি বছরে প্রায় ৪ বিলিয়ন ডলার সাশ্রয় হবে ইউরোপীয় ইউনিয়নের।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইইউ আলাদাভাবে রাশিয়ায় থেকে বছরে আরও ১০ বিলিয়ন ইউরো মূল্যের সেমিকন্ডাক্টর, কম্পিউটার, এলএনজি গ্যাসের প্রযুক্তি এবং অন্যান্য বৈদ্যুতিক ও পরিবহন সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব করেছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট