হোম > বিশ্ব > ইউরোপ

দ্বিতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান

ঢাকা: দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত রাজনীতিবিদ সাদিক খান। গতকাল শনিবার তিনি পুননির্বাচিত হন। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র।

২০১৬ সালে প্রথমবার তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন। এবারের নির্বাচনে জয় লাভ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জের ছিল। কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাউথ বেইলি। যিনি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিব পার্টির নেতা।

মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে, ৫২ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি ভোট পেয়েছেন মোট ১২ লাখ ৬ হাজার ৩৪। সাউথ বেইলি পেয়ছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

পুনির্বাচিত হওয়ায় তিনি টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পৃথিবীর বৃহত্তর শহরের নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওপর যে আস্থা রেখেছেন তাতে আমি সম্মানিত।

উল্লেখ্য, লন্ডনের মেয়র সাদিক খান এর আগে টটিং থেকে নির্বাচিত সাবেক এমপি ছিলেন এবং তিনি একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী। তিনি আরও তিন বছর নেতৃত্ব দেবেন।

এ ছাড়া ৫০ বছর বয়সী সাদিক খান ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অধীনে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রিটেনের মন্ত্রিপরিষদে প্রথম মুসলিম হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র- রয়টার্স ও দ্যা গার্ডিয়ান

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট