হোম > বিশ্ব > ইউরোপ

দ্বিতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান

ঢাকা: দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত রাজনীতিবিদ সাদিক খান। গতকাল শনিবার তিনি পুননির্বাচিত হন। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র।

২০১৬ সালে প্রথমবার তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন। এবারের নির্বাচনে জয় লাভ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জের ছিল। কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাউথ বেইলি। যিনি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিব পার্টির নেতা।

মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে, ৫২ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি ভোট পেয়েছেন মোট ১২ লাখ ৬ হাজার ৩৪। সাউথ বেইলি পেয়ছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

পুনির্বাচিত হওয়ায় তিনি টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পৃথিবীর বৃহত্তর শহরের নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওপর যে আস্থা রেখেছেন তাতে আমি সম্মানিত।

উল্লেখ্য, লন্ডনের মেয়র সাদিক খান এর আগে টটিং থেকে নির্বাচিত সাবেক এমপি ছিলেন এবং তিনি একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী। তিনি আরও তিন বছর নেতৃত্ব দেবেন।

এ ছাড়া ৫০ বছর বয়সী সাদিক খান ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অধীনে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রিটেনের মন্ত্রিপরিষদে প্রথম মুসলিম হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র- রয়টার্স ও দ্যা গার্ডিয়ান

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড