হোম > বিশ্ব > ইউরোপ

সিরিয়া ও ইরাকে ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে তুরস্কের হামলা

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় গত ১৩ নভেম্বর ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হন। এ ঘটনার জেরে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ভোরে টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘হিসেবের সময় এসে গেছে। যেসব বিশ্বাসঘাতক হামলা চালিয়েছিল তাদের জবাব দিতে হবে।’ 

ওই টুইট বার্তায় সামরিক বিমানের রাত্রিকালীন অপারেশনে উড্ডয়নের ছবিও শেয়ার করা হয়। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বরের হামলা নিয়ে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছিল আঙ্কারা। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে কুর্দি যোদ্ধারা। 

এদিকে অপর এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সন্ত্রাসীদের আস্তানা’ ধ্বংস করতে ‘নির্ভুল আঘাত’ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ থেকে উদ্ভূত আমাদের আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেন্স কিলিক বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছে। জায়গাগুলো সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের দেশে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।’ 

তুরস্কের হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সিরিয়া ও ইরাক। 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে হামলার ঘটনা ঘটে। সেসময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এটি একটি ‘বিশ্বাসঘাতক আক্রমণ’। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে। 

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা