হোম > বিশ্ব > ইউরোপ

ছোট ভাইকে প্রাসাদ থেকে তাড়ালেন রাজা চার্লস

অবশেষে ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে রাজপ্রাসাদ থেকে চিরতরে বের করে দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সূত্রের বরাতে শুক্রবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য সান।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ৬২ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ছিল। মানবপাচারে অভিযুক্ত জেফ্রি এপস্টিন ও গিলেইন ম্যাক্সওয়েল দম্পতির সঙ্গে সম্পর্কের জেরে তিন বছর আগে ব্রিটিশ রাজপরিবার থেকে পদত্যাগ করেছিলেন তিনি। 

প্রাসাদ সূত্র দ্য সানকে জানায়, প্রিন্স অ্যান্ড্রু নিষিদ্ধ হওয়ার ফলে এখন থেকে তাঁর জন্য বাকিংহাম প্যালেসে কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ থাকবে না। বাকিংহাম প্যালেসকে তিনি তাঁর ঠিকানা হিসেবে ব্যবহারও করতে পারবেন না। প্রাসাদে তাঁর সকল ধরনের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রাজা তৃতীয় চার্লস বিষয়টি পরিষ্কারভাবে জানিয়েছেন। প্রিন্স অ্যান্ড্রু এখন রাজকীয় আর কোনো দায়িত্বে নেই। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাজপ্রাসাদ থেকে পদত্যাগ সত্ত্বেও রানি দ্বিতীয় এলিজাবেথের সময় প্রিন্স অ্যান্ড্রু সীমিত পরিসরে কর্মীদের নিয়ে রাজপ্রাসাদে তাঁর অবস্থান ধরে রেখেছিলেন। 

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান। পরে ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব নেন ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস। রানি এলিজাবেথের স্থলাভিষিক্ত হন তিনি।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন