হোম > বিশ্ব > ইউরোপ

‘সুসংবাদ’ দিলেন জেলেনস্কি

রাশিয়ার দখলে থাকা বেশ কয়েকটি জায়গা পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি এটিকে ‘সুসংবাদ’ বলে মন্তব্য করেছেন। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, পূর্ব খারকিভ অঞ্চলে সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে কয়েক দিন ধরে গুঞ্জন শোনা গেছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানাননি। 

প্রেসিডেন্ট জেলেনস্কি যেসব জায়গা পুনরুদ্ধারের দাবি করেন, সেসব এলাকার নাম বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন, নাম বলার সময় এখনো আসেনি। 

জেলেনস্কির ‘সুসংবাদ’ বিষয়ে পৃথকভাবে একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের অগ্রগতি ধীরগতি, কিন্তু অর্থবহ। 

রাতের ওই ভাষণে জেলেনস্কি আরও বলেন, ‘আমি মনে করি প্রতিটি নাগরিক আমাদের সেনাদের জন্য গর্ববোধ করেন।’ এ ছাড়া ইউক্রেনের সামরিক ইউনিট এবং যুদ্ধের ময়দানে থাকা সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। 

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিরুদ্ধে জোরালো পাল্টা আক্রমণে নেমেছেন ইউক্রেনীয় সেনারা। খারকিভের দক্ষিণ-পূর্বে আক্রমণ জোরালো করা হয়েছে। পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো থেকে সামরিক সহায়তা পাওয়ায় পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ। গুঞ্জন উঠেছে, যুদ্ধের মাঠে অনেকটা বিপর্যস্ত রুশ বাহিনী। 

এদিকে ক্রিমিয়ায় হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। গত আগস্টে কয়েক দফা বিস্ফোরণে কেপে ওঠে অঞ্চলটি। কয়েক দিনের ব্যবধানে রাশিয়ার দুটি ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। সে সময় এর দায় অস্বীকার করলেও এখন কিয়েভ বলছে, ক্রিমিয়ায় ওই হামলাগুলোর পেছনে তারাই ছিল। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট