হোম > বিশ্ব > ইউরোপ

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে আটক রাখার সিদ্ধান্ত রুশ আদালতে বহাল

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আটক রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন মস্কোর একটি আদালত। আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চলতি বছরের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হন ৩২ বছর বয়সী এই সংবাদদাতা। ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্র সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

নভেম্বরের শেষদিকে দায়ের করা একটি আপিল আজ বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে মস্কো সিটি কোর্ট। সামাজিক প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে আদালত বলেছেন, ‘ইভান গার্শকোভিচ ২০২৪ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত রুশ হেফাজতে থাকবে।’

বৃহস্পতিবার শুনানির এক ভিডিও প্রকাশ করেছেন আদালত। সেখানে গাঢ় রঙের সোয়েটার পরে আসামির নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে গার্শকোভিচকে হাস্যরত অবস্থায় দেখা গেছে। ইভান গার্শকোভিচ আগে এএফপিতে কাজ করতেন।

এ বছর মার্চের শেষ দিকে ইয়েকাটেরিনবার্গের ইউরাল শহরে প্রতিবেদনের কাজে ভ্রমণরত অবস্থায় গার্শকোভিচকে গ্রেপ্তার করা হয়েছিল। সোভিয়েত যুগের পর থেকে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দী হওয়া প্রথম পশ্চিমা সাংবাদিক হচ্ছেন ইভান গার্শকোভিচ। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।

রাশিয়া এই মাসে মার্কিন-রুশ দ্বৈত নাগরিক আলসু কুরমাশেভার বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এনেছে। গত অক্টোবরে কাজানের কেন্দ্রীয় শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুরমাশেভার বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধের সমালোচনা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে কুরমাশেভার বিরুদ্ধে। নতুন এসব অভিযোগের নিন্দা করেছে তার নিয়োগকর্তা রেডিও ফ্রি ইউরোপ/লিবার্টি।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট