হোম > বিশ্ব > ইউরোপ

ফলাফল যাই হোক ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ভালো হবে না মস্কোর 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হবে না। স্থানীয় সময় আজ বুধবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে এই বিষয়টি জানানো হয়েছে। ক্রেমলিন বলেছে, ফলাফল যাই হোক, ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতেই থাকবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ নির্বাচন মস্কো-ওয়াশিংটনের সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে না উল্লেখ করে রুশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এসব নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের বিদ্যমান সম্পর্ক খারাপ এবং ভবিষ্যতেও খারাপই থাকবে।’

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সংকটের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন ইউক্রেনের বড় ত্রাতা হিসেবে আবির্ভূত হন। তিনি দেশটিকে অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত নানা ধরনের সুবিধা-সহায়তা দিয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা কংগ্রেসের সিনেট এবং হাউস অব রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা পায় তবে বাইডেনের পক্ষে এসব সহায়তা বজায় রাখা কঠিন হতে পারে।

চলতি সপ্তাহের শুরুর দিকে, মার্কিন জনগণের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছিলেন, ‘আমি আপনাদের ঐক্য অটুট রাখার রাখার আহ্বান জানাই যেমনটি এখন আছে।’ 

উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক দফায় সমরাস্ত্র সহযোগিতা দিয়েছে। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড