হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের পশ্চিম ও উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় লভিভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি বলেছেন, এই অঞ্চলের ইয়াভোরিভ ঘাঁটিতে কৃষ্ণসাগর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। 

এদিকে জাইজোতি অঞ্চলের গভর্নর ভিতিলি বুনেচকো বলেছেন, রুশ বাহিনী এই অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে একজন সেনা নিহত হয়েছেন। জাইতোমির শহরের কাছে একটি সামরিক স্থাপনায় রুশ বাহিনী কমপক্ষে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেছে। 

এ ছাড়া চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস জানিয়েছেন, ছোট শহর দেসনায় ইউক্রেনের পদাতিক বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে আগুন লেগেছে। সেখানে ক্ষেপণাস্ত্র নাকি কামানের গোলার আঘাতে আগুন লেগেছে, সে ব্যাপারে কিছু স্পষ্ট করেননি চাউস। তবে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরই মধ্যে চার মাস অতিক্রান্ত হয়েছে। ইউক্রেনের প্রায় ২৫ শতাংশ ভূখণ্ড দখল করার দাবি করেছে রাশিয়া। এখন লুহানস্ক অঞ্চল প্রায় নিয়ন্ত্রণে নেওয়ার পথে রয়েছে রুশ বাহিনী। চার মাসের এই যুদ্ধে প্রচুর মানুষের হতাহতের কথা জানিয়েছে জাতিসংঘ। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড