হোম > বিশ্ব > ইউরোপ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়বে ‘হিল্ডা’ নামের বাছুরটি

এই বাছুরটির নাম হিল্ডা। ছবি: দ্য টাইমস

বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গরু থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর নতুন দিক উন্মোচিত হয়েছে। এরই অংশ হিসেবে স্কটল্যান্ডে জন্ম নিয়েছে একটি বিশেষ বাছুর, যার নাম হিল্ডা।

বলা হচ্ছে, যুক্তরাজ্যের দীর্ঘতম পর্যবেক্ষণের আওতায় গবাদিপশুদের প্রজনন প্রক্রিয়ায় হিল্ডার জন্ম নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সাফল্য মিথেন নির্গমন কমাতে সহায়তা করবে।

বৃহস্পতিবার এই বিষয়ে এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যে যে পরিমাণ মিথেন নির্গমন হয়, তার প্রায় অর্ধেকই হয় কৃষি খাত থেকে। মিথেন গ্যাস কার্বন ডাই-অক্সাইডের তুলনায় স্বল্পমেয়াদি হলেও পৃথিবীর উষ্ণায়নে এর প্রভাব অনেক বেশি।

দেখা গেছে, গরুর পাকস্থলীর বৃহত্তম অংশ রুমেনে থাকা মাইক্রোব থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়। এটি গরুর জিনগত বৈশিষ্ট্যের সঙ্গেও সম্পর্কিত। তাই স্কটল্যান্ডের ‘রুরাল কলেজ’ গরুর মিথেন নির্গমন কমানোর জন্য জেনেটিক প্রজনন পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিতে হিল্ডাই প্রথম বাছুর, যাকে আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) প্রযুক্তি ব্যবহার করে জন্ম দেওয়া হয়েছে।

সাধারণত একটি গরু দুই বছর বয়সে প্রথম বাছুর জন্ম দেয়। আইভিএফ প্রযুক্তি দিয়ে এই সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। আইভিএফ প্রযুক্তি মিথেন কম নির্গমনকারী গরুদের দ্রুত প্রজনন করতে সাহায্য করে।

এদিকে মিথেন গ্যাসের নির্গমন কমাতে এম অ্যান্ড এস, টেসকো এবং আরলাসহ অন্য প্রতিষ্ঠান গরুর খাবারের সঙ্গে বিশেষ উপাদান মেশানোর উদ্যোগ নিচ্ছে। এসব উপাদান মিথেন গ্যাসের নির্গমন কমাতে পারে। উদাহরণস্বরূপ—বোভার নামে একটি খাদ্য উপাদান মিথেন নির্গমন কমানোর ক্ষেত্রে কার্যকর। যদিও এটি নিয়ে ইতিপূর্বে ভুল তথ্য ছড়ানো হয়েছে।

‘ল্যাংহিল’ নামে একটি গবাদিপশু খামারে এমন গরুর প্রজনন করা হচ্ছে, যারা খাদ্যকে সবচেয়ে কার্যকরভাবে দুধে রূপান্তর করতে পারে।

গরুর জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করার এই পদ্ধতি স্থায়ী এবং টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল মিথেন নির্গমন কমাবে না, বরং গবাদিপশু খাতের পরিবেশগত প্রভাবও হ্রাস করবে।

গবেষকেরা বলছেন, হিল্ডার মাধ্যমে বিজ্ঞান একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার