হোম > বিশ্ব > ইউরোপ

সাত দিনেরও বেশি বিদ্যুৎহীন অবস্থায় থাকতে পারে ব্রিটেন

সাত দিনেরও বেশি বিদ্যুৎহীন অবস্থায় থাকতে পারে ব্রিটেন। দেশটির সরকার যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে সম্ভাব্য ‘রণ কৌশল’ যাচাই করার লক্ষ্যেই সাত দিনেরও বেশি সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে আসন্ন শীত মৌসুমে জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ খাতে বিপর্যয় দেখা দিলে তা কীভাবে মোকাবিলা করে হতে পারে সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সরকারের কোনো সূত্র বিষয়টি নিশ্চিত না করলেও এই বিষয়ে সংশ্লিষ্ট বেশ কিছু ‘স্পর্শকাতর নথি’ পর্যবেক্ষণ করেছে। সেসব নথিতে সতর্ক করা হয়েছে যে, এর ফলে ‘যৌক্তিক কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতি’ বিবেচনায় পরিবহন, খাদ্য, পানি, যোগাযোগ এবং জ্বালানি খাত অন্তত এক সপ্তাহের জন্য ‘মারাত্মকভাবে ব্যাহত’ হতে পারে।

সে ক্ষেত্রে—নথিতে বলা হয়েছে, এমন বিদ্যুৎহীন পরিস্থিতি দেখা দিলে সরকার কমবয়সী এবং বয়স্কদের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি এবং আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করবে। একই সঙ্গে যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত তাদেরও অগ্রাধিকারভিত্তিতে সেবা দেওয়া হবে। এমন এক সময়ে এই বিষয়টি সামনে এল যখন, দেশটির আবহাওয়া বিভাগ আসন্ন শীত মৌসুমে ব্রিটেন বেশ বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছে।

ব্রিটিশ সরকারের একটি সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান বলেছে, ‘সরকার এই স্পর্শকাতর বিষয়টিতে সম্পর্কে কোনো প্রচার চায় না। কারণ তারা চায় না যে, এই সমস্যাটিকে ইউক্রেন, জ্বালানি সরবরাহ সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমস্যার সঙ্গে যুক্ত করে কেউ বিবেচনা করুক। তবে সরকার এই বিষয়ে নিশ্চিত যে—জনগণের বিষয়ে আমাদের ভাবতে হবে, কীভাবে আমরা তাদের সাহায্য করতে পারি। সরকার এখন যে বিষয়টি নিয়ে কথা বলছে, তার মানে তাদের সত্যিকারের উদ্বেগ রয়েছে যে এটি ঘটতে পারে।’

সরকারের এমন সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে সমালোচনা করে দেশটির ছায়া জলবায়ু মন্ত্রী অ্যাড মিলিব্যান্ড বলেছেন, ‘সব সরকারই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য “কন্টিনজেন্সি” পরিকল্পনা তৈরি করে। কিন্তু সত্য হলো—আমরা কনজারভেটিভ পার্টির এক দশকের ব্যর্থ জ্বালানি নীতির প্রত্যক্ষ ফলাফল হিসেবে একটি দুর্বল দেশে পরিণত হয়েছি।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট