হোম > বিশ্ব > ইউরোপ

খরার আশঙ্কা ব্রিটেনে, পানির ব্যবহার কমাতে তোড়জোড় 

ব্রিটেনের নদীগুলোর উৎসমুখে পানি শুকিয়ে যেতে শুরু করেছে। কিছু কিছু নদীর উৎসমুখ এরই মধ্যে শুকিয়ে ছোট নালায় পরিণত হয়েছে। এরই ফলাফল হিসেবে দেশটিতে খরার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পানিসংকটের কারণে নাগরিকদের পানির ব্যবহার কামানোর নির্দেশ দিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। স্থানীয় সময় আজ শুক্রবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রিটেনের অন্যতম প্রধান নদী টেমসের উৎসমুখ এরই মধ্যে অনেকটা শুকিয়ে গেছে, যার ফলে নদীটির অববাহিকায় অবস্থিত অঞ্চলগুলোতে খরা দেখা দিতে পারে। এখনো নির্দিষ্টভাবে কিছু না জানালেও ব্রিটিশ আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই বেশ কিছু এলাকায় খরার সতর্কতা জারি করা হবে। ১৯৩৫ সালের পর দেশটিতে এই প্রথম কোনো খরার সম্ভাবনা দেখা দিয়েছে।

ব্রিটেনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাধারণত প্রতিবছর জুলাইয়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, গত জুলাইয়ে সেই গড় বৃষ্টিপাতের মাত্র ৩৫ শতাংশ হয়েছে। জুলাই মাসে ব্রিটেনজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ২৩ দশমিক ১ মিলিমিটার। আর এই স্বল্প বৃষ্টিপাতের প্রভাব পড়েছে নদীগুলোর ওপর। নদীর উৎসমুখগুলো শুকিয়ে যাওয়ার পাশাপাশি পানির প্রবাহও কমে গেছে।

ব্রিটেনের ইয়র্কশায়ার জেলায় পানি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ইয়র্কশায়ার ওয়াটার্সের পরিচালক নেইল ডেভিস বলেছেন, ‘তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার মানে হলো ইয়র্কশায়ারের নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং সংরক্ষিত জলাধারগুলোও ২০ শতাংশ শুকিয়ে গেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম তার চেয়ে বেশি বিপদে আছি।’ 

ইয়র্কশায়ার ওয়াটার ব্রিটেনের উত্তরাঞ্চলের ২৩ লাখ বাড়ি এবং ১ লাখ ৩০ হাজার ব্যবসায়ী গ্রাহককে পানি সরবরাহ করে থাকে। এই পানির অন্যতম উৎস হলো ওই অঞ্চলের নদীগুলো। তবে নদীগুলো পানির সংকটে ভুগতে থাকায় এই সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড