হোম > বিশ্ব > ইউরোপ

বহুজাতিক কোম্পানির ওপর কর আরোপের প্রশ্নে একমত বিশ্বনেতারা

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০-এর শীর্ষ নেতারা বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম ১৫ শতাংশ বৈশ্বিক কর বসানোর প্রশ্নে একমত পোষণ করেছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আলজাজিরা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বহুজাতিক সংস্থাগুলো কম আয়করের সুযোগ নেয়। তারা তাদের লভ্যাংশ ফের ব্যবহার করে। এ বিষয়ে উদ্বেগ থেকেই বিশ্বনেতারা করপোরেট কর আরোপবিষয়ক ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছেন। ইতালির রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেওয়া সব নেতাই এই কর আরোপের সিদ্ধান্তে একমত হয়েছেন। 

কর আরোপবিষয়ক চুক্তিকে বৈশ্বিক অর্থনীতির ‘জটিল সময়ে’ ঐতিহাসিক চুক্তি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এবং সেগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন, যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক অনেক বড় বড় সংস্থাকে অধিক পরিমাণ কর দিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট বার্তায় বলেছেন, ‘জি-২০ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো পৃথিবীর ৮০ শতাংশ অর্থনীতির অধিকারী। বৈশ্বিক ন্যূনতম করের প্রতি শিল্পোন্নত দেশগুলো তাদের সমর্থন স্পষ্ট করেছে।’

বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর সংগঠন জি-২০-এর সদস্য হিসেবে রয়েছে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সদস্য সব দেশের সরকারপ্রধানেরা সশরীরে সম্মেলনে অংশ নিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট