হোম > বিশ্ব > ইউরোপ

রুশ কমান্ডারদের গ্রেপ্তারে আন্তর্জাতিক আদালতের পরোয়ানা 

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ নিয়ে দ্বিতীয় দফা রাশিয়ার কর্মকর্তাদের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেই দুই রুশ কমান্ডারের একজন হলেন লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কবিলাশ ও রুশ নেভির একজন অ্যাডমিরাল ভিক্তর সকোলাভ। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইউক্রেনীয় শিশুদের জোর করে রাশিয়ায় স্থানান্তর করেছেন। 

রাশিয়া এখনো আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয়নি। ফলে গ্রেপ্তারি পরোয়ানার পর শীর্ষ দুই সমর কর্মকর্তাকে দেশটি আইসিসির কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা কম। 

গ্রেপ্তারি পরোয়ানায় আইসিসি বলেছে, ‘এই দুই সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোয় তাঁদের কমান্ডের অধীনস্থ বাহিনীর পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকায় সর্বশেষ পরোয়ানা দেওয়া হয়েছে।’ আইসিসি জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এসব হামলা সংঘটিত হয়েছে। 

আইসিসি বলেছে, এসব হামলা বেসামরিক ক্ষয়ক্ষতি করেছে, যা স্পষ্টতই মাত্রা ছাড়িয়ে গেছে। আদালত আরও বলেছেন, ‘এ দুই ব্যক্তির প্রত্যেকেই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোয় যুদ্ধাপরাধের জন্য দায়ী এবং মানবতাবিরোধী অমানবিক কর্মকাণ্ডের জন্যও অভিযুক্ত।’ 

সের্গেই কবিলাশ তাঁর বিরুদ্ধে যে সময়সীমার মধ্যকার অভিযোগ আনা হয়েছে, সে সময় তিনি রাশিয়ার বিমানবাহিনীর দূরপাল্লার বিমান চলাচল বিভাগের কমান্ডার ছিলেন এবং সকোলভ রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সময় তিনি রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর ফ্লিটের কমান্ডার ছিলেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট