হোম > বিশ্ব > ইউরোপ

রুশ-ইউক্রেনীয়রা অভিন্ন জাতি, সেই অর্থে পুরো ইউক্রেনই আমাদের: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­

সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ ও ইউক্রেনীয়রা একটি অভিন্ন জাতি। সেই অর্থে ‘পুরো ইউক্রেন আমাদেরই’। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সুমি শহর দখল করতে পারে। আজ শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফোরামের ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্বের অধিকার নিয়ে রাশিয়ার কখনোই কোনো সন্দেহ ছিল না। তিনি উল্লেখ করেন, ইউক্রেন ১৯৯১ সালে যখন স্বাধীনতা ঘোষণা করেছিল, তখন তা একটি ‘নিরপেক্ষ রাষ্ট্র’ হিসেবেই করেছিল।

ইউক্রেন যুদ্ধের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে পুতিন জানান, নিজের দেশের নিরাপত্তার জন্যই ইউক্রেনে যুদ্ধ করছেন। তিনি বলেন, ‘আমাদের একটি প্রবাদ আছে, যেখানে একজন রুশ সৈনিকের পা পড়ে, সেটাই আমাদের।’

পুতিন আরও জানান, রুশ বাহিনী তাদের ভূখণ্ড সুরক্ষিত রাখতে ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বাফার জোন (নিরাপত্তাবেষ্টনী) তৈরি করছে। তিনি বলেন, সেই একই সেনারা সুমি অঞ্চলের রাজধানী সুমি শহরের নিয়ন্ত্রণ নিতে পারে এমন সম্ভাবনা তিনি বাতিল করছেন না।

তবে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার চারটি ইউক্রেনীয় অঞ্চল ও ক্রিমিয়ার দখলকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বারবার রুশ ও ইউক্রেনীয়দের এক জাতি হওয়ার ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড