হোম > বিশ্ব > ইউরোপ

রুশ-ইউক্রেনীয়রা অভিন্ন জাতি, সেই অর্থে পুরো ইউক্রেনই আমাদের: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­

সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ ও ইউক্রেনীয়রা একটি অভিন্ন জাতি। সেই অর্থে ‘পুরো ইউক্রেন আমাদেরই’। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সুমি শহর দখল করতে পারে। আজ শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফোরামের ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্বের অধিকার নিয়ে রাশিয়ার কখনোই কোনো সন্দেহ ছিল না। তিনি উল্লেখ করেন, ইউক্রেন ১৯৯১ সালে যখন স্বাধীনতা ঘোষণা করেছিল, তখন তা একটি ‘নিরপেক্ষ রাষ্ট্র’ হিসেবেই করেছিল।

ইউক্রেন যুদ্ধের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে পুতিন জানান, নিজের দেশের নিরাপত্তার জন্যই ইউক্রেনে যুদ্ধ করছেন। তিনি বলেন, ‘আমাদের একটি প্রবাদ আছে, যেখানে একজন রুশ সৈনিকের পা পড়ে, সেটাই আমাদের।’

পুতিন আরও জানান, রুশ বাহিনী তাদের ভূখণ্ড সুরক্ষিত রাখতে ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বাফার জোন (নিরাপত্তাবেষ্টনী) তৈরি করছে। তিনি বলেন, সেই একই সেনারা সুমি অঞ্চলের রাজধানী সুমি শহরের নিয়ন্ত্রণ নিতে পারে এমন সম্ভাবনা তিনি বাতিল করছেন না।

তবে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার চারটি ইউক্রেনীয় অঞ্চল ও ক্রিমিয়ার দখলকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বারবার রুশ ও ইউক্রেনীয়দের এক জাতি হওয়ার ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা