হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সের এলিসি প্রাসাদে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান, তোপের মুখে মাখোঁ 

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেসে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপন করায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুক্কাহয় মোমবাতি প্রজ্বালন করতে ফ্রান্সের ইহুদিদের প্রধান ধর্মীয় নেতা রাব্বি হাইম কোরসিয়াকে আমন্ত্রণ জানান মাখোঁ। 

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডান ও বামপন্থী রাজনীতিকদের তোপের মুখে পড়েন ফরাসি প্রেসিডেন্ট। দেশটির সংবাদ মাধ্যম লা মোঁদে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বিরোধীদের ভাষ্য, প্রেসিডেন্টের বাসভবনে ধর্মীয় রীতি পালনের অনুমতি দিয়ে বিরাট ভুল করেছেন মাখোঁ।

কান শহরের মেয়র ও বিশিষ্ট ডানপন্থী বিরোধী নেতা ডেভিড লিসনার বলেন, ‘যত দূর জানি, প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। এটি ধর্মনিরপেক্ষতার লঙ্ঘন।’ 

অসিতানিয়া অঞ্চলের সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট কারও দেলগা বলেন, ‘এলিসি ধর্ম পালনের জায়গা নয়। আপনি ধর্মনিরপেক্ষতার সঙ্গে আপস করতে পারেন না।’

কট্টর বামপন্থী নেতা অ্যালেক্সি করবিয়া বলেন, ‘মাখোঁ কি অন্য ধর্মের জন্য একই কাজ করবেন?’ এমনকি বেশ কয়েকজন ফরাসি ইহুদিও মাখোঁর কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে পড়েছেন। 

তাঁদের একজন রিপ্রেজেনটেটিভ কাউন্সিল অব ফ্রেঞ্চ জিউইশ ইনস্টিটিউশনসের প্রধান জোনাথন আরফি। তিনি বলেন, ‘এটি এমন বিষয়, যা ফের হতে দেওয়া যাবে না। ফরাসি ইহুদিরা ধর্মনিরপেক্ষতাকে সুরক্ষা ও স্বাধীনতার আইন হিসেবে বিবেচনা করে আসছে। ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করে এমন যেকোনো বিষয় ইহুদিদেরও দুর্বল করে।’ 

১৯০৫ সালে ফ্রান্সের আইনে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা