হোম > বিশ্ব > ইউরোপ

সম্পূর্ণ কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইউক্রেনের 

ইউক্রেনের সেনাবাহিনী রাজধানী কিয়েভের সম্পূর্ণ অংশের ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভ পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সেনাবাহিনী যখন তাঁদের লক্ষ্য পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দিকে নিবদ্ধ করছে এবং কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করছে ঠিক তখনই এই ঘোষণা এল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন—ইউক্রেনের সেনাবাহিনী রাজধানী কিয়েভে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে তিনিও—রাশিয়ার সেনাবাহিনী কিয়েভের উপকণ্ঠ ত্যাগের প্রাক্কালে সেসব এলাকায় বিপুল পরিমাণে মাইন ফেলে রেখেছে বলে সতর্ক করেছেন। তাঁর আগে, দেশটির সামরিক কর্মকর্তারাও সতর্ক করেছিলেন যে, রুশ সৈন্যরা মাইন ফেলে বেসামরিক নাগরিকদের জন্য একটি ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করে রেখে গেছে। 

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার তাঁর ফেসবুকে ওয়ালে লিখেছেন, ‘সম্পূর্ণ কিয়েভ অঞ্চল হানাদারদের হাত থেকে মুক্ত হয়েছে।’ তবে, ইউক্রেনের এমন দাবির বিষয়ে রাশিয়ার কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। 

ইউক্রেন সরকারের কর্মকর্তাদের মতে, দেশটির সৈন্যরা কিয়েভের আশপাশের ৩০ টিরও বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে। পুনরুদ্ধার করা শহরগুলো এখনো লড়াইয়ের ক্ষত বহন করছে। সেসব এলাকায় বিক্ষিপ্তভাবে এখানে সেখানে ধ্বংসপ্রাপ্ত সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম এমনি মানুষের মরদেহও ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। 

এ দিকে, কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত বুখা শহরে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রুশ সৈন্যরা শহরটিতে প্রচুর বুবি-ট্র্যাপ ফেলে গেছে। বুখার মেয়র আনাতোলি ফেদোরুক বলেছেন, ‘নগর কর্তৃপক্ষ অন্তত ২৮০ জনকে গণকবরে দাফন করেছে। এই লোকদের মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল।’ 

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি