আগামী ৫ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বিভিন্ন টিভি বিতর্কে অংশ নিচ্ছেন দুই প্রার্থী ঋষি সুনাক ও লিজ ট্রাস। সর্বশেষ গত মঙ্গলবার দ্য সান ও টক টিভি আয়োজিত টিভি বিতর্ক পুরোপুরি শেষ না হতেই বাতিল করতে হয়েছে। কেননা, বিতর্ক চলাকালে হঠাৎ করেই জ্ঞান হারান উপস্থাপক কেট ম্যাকক্যান।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিতর্কের মাঝপথে খুব জোরে শব্দ হয়। জ্ঞান হারিয়ে পড়ে যান উপস্থাপক কেট ম্যাকক্যান।
টক টিভির পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাকক্যান এখন সুস্থ আছেন। তিনি চিকিৎসাসেবা নিচ্ছেন। আমরা আমাদের দর্শক-শ্রোতাদের কাছে এমন পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করছি।
ম্যাকক্যান সুস্থ আছেন জানার পর টুইট বার্তায় প্রার্থীরা স্বস্তি প্রকাশ করেন। তাঁরা পুনরায় ম্যাকক্যানের উপস্থাপনায় বিতর্কে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।