হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটিশ দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই: ঋষি সুনাক 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় জানিয়েছে, ইসরায়েলে যুক্তরাজ্যের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুসালেমে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ঋষি সুনাকের কার্যালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে ঋষির পূর্বসূরি লিজ স্ট্রাসের এই বিষয়ের মনোভাবকে বাতিল করে দেওয়া হলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঋষি সুনাকের মুখপাত্র সাংবাদিকদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জানিয়েছেন—দূতাবাস স্থানান্তরের পরিকল্পনাটি ছিল মূলত পূর্ববর্তী প্রশাসনের। বর্তমানে যুক্তরাজ্যের এই বিষয়ে কোনো পরিকল্পনাই নেই।

ইসরায়েলে অধিকাংশই দেশেরই দূতাবাস তেল আবিবে অবস্থিত। বিগত কয়েক দশক ধরে দেশটিতে ব্রিটিশ দূতাবাসও তেল আবিবেই অবস্থিত। তবে ইসরায়েল জেরুসালেমকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করলেও কোনো দেশই সেভাবে তেল আবিব থেকে স্থানান্তর করেনি।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লিজ ট্রাস জানিয়েছিলেন যে, তিনি ইসরায়েলে ব্রিটিশ দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের কথা ভাবছেন। সে সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের সঙ্গে এই বিষয়ে কথা বললেও তাঁর এই মনোভাব ফিলিস্তিনিদের কাছ থেকে ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের সম্মুখীন হয়। এমনকি নিজের ঘরেই প্রতিবাদের সম্মুখীন হন তিনি।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড